তুমি মনে রাখো নি আমায়
ডুব দিয়েছি তাই সুদূর আকাশে; মহাশূণ্যে।
তোমার মাঝে নতুন রূপ সৃষ্টি করতে চেয়েছিলাম
সময় দাও নি, সুযোগ দাও নি, তাই-
অভিমানে সাগর থেকে দূরে সরে যায় মেঘ!
জল থাকে যদি জলাধারে স্থির, গতিহীন-
ঐ জল জীবনের গান গায় না!
জনমে জনমে অস্তিত্ব জানতে-
করতে হয় জলের সন্ধান, মহাকাশ বিজ্ঞানীদের মতো।
ডুব দিয়েছি তাই সুদূর আকাশে, মহাশূন্যে।
তবে তুমিও এসো আকাশে একবার, যদি ইচ্ছেহয়!
দেখা হবে সৃষ্টির খেলায়, ভালোবাসার পুণ্যে।