অন্ধকার গুহায় - কবি এসে বসলেন, বললেন:
ভাঁজ খোলো!
হাসির শব্দ তীব্র হতে হতে আবার থেমে গেলো,
নারী কন্ঠে বললো: পাগল!
কিচ্ছু নেই অবশিষ্ট! কত যুগ যুগ ধরে- যন্ত্রণার শীতল স্পর্শে সব চাওয়া-পাওয়া:
জমে জমে বরফ স্তুপ!
আমি অসহায় অধিকারহারা যুবক গুহার মুখে-
তাদের কথোপকথনে দিয়েছিলাম ডুব, চুপচুপ!
নারী কন্ঠে বললো: দেহকাব্য নয়, মনকাব্য পড়ো ।
কবি, তোমার প্রিয় কবিতা বইয়ের ভাঁজ খোলো-
দেখি, মানবতার কবিতা লিখেছো কতো?
তার চেয়ে কম না বেশি- কাম, প্রেমের কথা বলো যতো?
নারী কন্ঠে বললো: আমার মতো অন্ধকার গুহায় কারো যেন না হয় বাস!
এতোটুকু অনন্ত নিশ্চিত করো তোমার কবিতায়- বিশ্বময় হোক আলোক আবাস ।


আমি পড়ি, পরেরদিন, ঐ কবির কবিতা পত্রিকার পাতায় ছাপা হলো -
কবিতা শিরোনাম: "পুরো পৃথিবী আজ প্রবেশ করেছে অন্ধকার গুহায়, ভাঁজ খোলো!"