কেন এত হিংসারে ভাই,
                 কিসের এত ভেদাভেদ।
সকলে মোরা সমানে সমানে
                 নীল আসমান তলদেশ।


                 কে কঠিন বা কে নরম,
কিছু দেখার সময় নাই।
                 সকলে মোরা নরম-নরম
সর্বদাই গরম-গরম খাই।


কে মুসলিম, কে খ্রিষ্টান
                        কে হিন্দু-বৌদ্ধরে ভাই,
সবাই মোরা অক্সিজেন লই,
                        বৃক্ষ মোদের ভাই।


                        গরিব দুখি সবাই সুখি
এই ধরার বুকেঁ জন্মায়েছি
                        একদিন সবার যেতে হবে
ধরার মায়া ছাড়ি।


তবে কিসের হিংসা,
                      কিসের বিদ্ধেষ
সবাই মিলে এবার
                    সাম্যের গান ধর কন্ঠে।