এই জীবন সাংসার
কাহারো সুখের হয়।
কাহারো দুঃখে কাটে
সবারি তবে জীবন বলে।
বাবু সাহেব যায় অফিসে আদালতে,
মজুর যায় খেতে,
রাতে এসে সুয়ে পরে,
দুধ ভাত খেয়ে।
কেহ পরে কুট-টাই
কেহ পরে লুঙ্গি।
তাতী বলে কাপড় সবি,
একই সুতায় তৈরি।
বাবু যায় খাট-পালঙ্গে
মজুর যায় চকির কোনে।
লোকে কহে কাঠ সবই
একই বিধাতার সৃষ্টি।
বাবু সাবের দেহে চলে
লাল রক্তের ঘটি
মজুর বলে আমার দেহেও
রক্তের নাকি ছড়াছড়ি
তবে কিসের বড়াই,
কিসের এত অহঙ্কার।
মরার পরে সবাই যাবে,
মাটির নিচে পরিয়া
তাইতো কবি নজরুল বলে,
চল সবাই কাদে কাদ মিলাইয়া।