বদলে গেছে পৃথিবীর চিত্র,
কমে গেছে মমতা,
বেড়েছে র্স্বাথপরতা তবে
কমেনি শুধু মায়ের মমতা।
সন্তান যখন দূরে চলে,
তখন জননীর মন কাদে,
বারেবারে তাকায় শুধু
সন্তানের পথ পাণে।
জননী র্সবদা অপেক্ষা করে,
কখন সন্তান মা বলে ডাকে।
বুকটি তার জুড়িয়ে যায়,
মধুর সেই ডাকটি শুনে।
হায়রে সন্তান,
পাও কেন ভয় মায়েরে,
বৃদ্ধকালে পাঠাও তুমি
সেই মায়েরে বৃদ্ধাশ্রমে।
তুমিও তো একদিন বৃদ্ধ হবে,
তোমার সন্তান যদি গো
তোমায় পাঠায় বৃদ্ধাশ্রমে;
তখন কেমন হবে?
তুমিও সেথায় মাও সেথায়,
দুচোখ জলে ভরে।