অন্ধকার রজনীতে
যেন মনে পড়ে তোমাকে।
আকাশে মিটিমিটি তারা,
চার দিক কুয়াশার চাদরে ডাকা।
আমি শুধু একা একা
পুকুর পাড়েতে বসা।
চোখে স্বপ্ন, বুকে পাথর বাধা।
কেন যেন কাদে আমার এই বুকটা
যদি দেখতে পেতাম তোমার মুখটা
সফল হতো আমার জীবনটা।
যদি ধরতে পেতাম তোমার হাত খানা
কাটিয়ে দিতাম তোমার সাথে
আমার এই সারা জনম খানা।
অন্ধকার রজনীতে স্বপ্ন দেখে দেখে
কেটে যায় আমার বর্তমানটা