ওহে মানব সকল,
ভবিতে করিও না ভুল।


ছবি আঁক নিজ মনে,
করিবার র্পূবে কর্ম।


ভাবিও না কাভি ন্যাজ্য,
করিয়া অন্যাজ্য কর্ম।


ওহে জীব সকল,
মানিয়া লইয়া ধর্ম,
চালাইয়া যাও কর্ম,
তবেই পাইবে সাফল্য।


হও আগে ছোট
হইতে গেলে বড়।


বল তুমি সত্য
পেতে যদি চাও সাফল্য।