ভাঙা আয়নায় তোমার মুখ
বড় অসহায়।আর করুন
যাকে আমি চিনি
সে তো এজন নয়,
অচেনা কেন ঠেকে
নির্জন দুপুরে শঙ্খচিলের ডাক ভাসে।
ওকে একটা ভালো আয়না দাও
এই নির্জন দুপুরে, চঞ্চলতা ভুলে
ও নিজেকে দেখুক।
এ মুখ সে মুখ নয়
যাকে আমি চিনি।
আমার ভালোবাসা ছুয়ে আছে
ওকে কি ভোলা যায়?
টলটলে জলের স্বচ্ছ আয়নায়
সে মুখ ভেসে ওঠে।
আশিয়া তুমি যে অপরূপা।।