দেওয়ালে মুখ রেখে নিজেকে
কে আড়াল করো?
আয়নায় বারবার নিজেকে
কেন দেখ?
তুমি কি মোনালিসা?
ফুলের বুকে প্রজাপতি কেন বসে
তুমি তার হিসাব চাইছো?
প্রজাপতি কামুক,ফুলের লজ্জা সে হরন করে,
নিষেধের গন্ডিও মানে না।
তুমি ওকে শাসন করো
চারিদিকে ফুলের শয্যা
ফুলশয্যা যদি না চাও।
যখনই প্রশ্ন করি
তুমি উত্তরে জানাও
সে কথা আগেই হয়ে গেছে
কে বলল, কেনই বা বলল জানিনা,
আসলে কোন কিছুই গোপন নেই।
কেউ কি প্রতিশ্রুতি মনে রাখে?
রোমিও রেখেছিল
আসলে জুলিয়েটের জন্য রোমিও
না রোমিওর জন্য জুলিয়েট
তা নিয়ে আজও দ্বন্দ্ব।।