আজ হয়েছে শেষ জীবনে যা করেছি বেশ
জয় পরাজয়ের গল্প আজ হয়েছে শেষ।


কত অপরাধ কত অবিচার রয়েছে মোর জমা
আজ হয়েছে সমাপ্তি মোর তবু কী ওরা করবে আমাকে ক্ষমা।


প্রিয়'জনেরা করিবে চিৎকার  বয়বে ব্যাথার ঢল
কিশোর বেলার বন্ধুরা কাঁদিবে ফেলবে চোখের জল।


ভাই কাঁদিবে বোন কাঁদিবে কাঁদবে প্রানের বিবি
টাকা পয়সা বাড়ি গাড়ি পরে রবে সবি।


কত গুনি লোক কত মহাজন নিয়েছে তারা বিদায়
কবরে তারা কি হালে আছে জানে শুধু খোদায়।