রোদে পোড়া সময়ের আবর্তে কিছু ধ্বংসাবশেষ থমকে দাঁড়ায়;


সেখানে অর্জন বলে কিছু থাকেনা।
শুধু দোলনার শিকলে লাগে রক্তের আভা,
কক্ষপথে ভিড় জমায় অসম্ভবেরা।


স্বপ্নচারী এই আমি তবুও বসে থাকি,
শিলালিপি হাতড়ে বেড়াই অথবা আকাশ দেখি।


তারপর একদিন শালবন পেরিয়ে তুমি চলে আসো!
আলো নামাও এই বিদগ্ধ নিঃসঙ্গ দক্ষিণ দ্বীপে।


তখন আমি নেশাতুর হয়ে যাই অনায়াসে।
দেখি, একটি তৃপ্ত 'সন্ধ্যা' হয়ে তুমি নেমে এসেছো।


কী অদ্ভুত!