হাজারো সাল ধরে
হৃদয়ের গহীনে
যে স্বপ্ন ছিল ঘুমে,
ফুটিয়া উঠিল আজ
পদ্মার বুকে !
অবাক বিশ্ব চেয়ে দেখে,
অপরূপ রূপে সাজিয়েছে
ভরে তৃষিত নয়ন।
ঢেউয়ের মিতালী
উর্মির খেলা
আলোয় ঝলমল।


আনন্দে যমুনা মহানন্দা মিশেছে পদ্মায়,
জনম জনম গেল কত বেদনায়,
একূল অকূল দু’কূলের হাহাকার,
কেহ করিলো না সমাধান
ও পদ্ম তুমি আছো বহমান।


মড়লদের শয়তানী দেখেছে বিশ্ব
বুঝেছে বাংলার জনগন,
“দাবায়ে রাখতে পারবা না”
বাংলাদেশ পারে সে কথা
কখনো ভুলিও না !


চির বেদনার;
হলো আজ অবসান!
ধন্য জননী,
ধন্য করিয়াছো মোদেরে,
আবারো এসো ফিরে
একই তটে বারে বারে
এ বাংলার ঘরে !!