জাগিয়া নিশি হলো ভোর
খুলিয়া আঁখি দেখি আমি অচিনপুর,
স্মৃতির পাতায় বিরাজ করে মন বহুদূর।
অচিনপুরের চেনা মুখ,
দেখিলে জোড়ায় বুক,
প্রশমিত হয় ব্যাথা আছে যত শোক।
দিগল কাজল দু’টি আঁখি
দেখিলে নয়ন জোড়ায় সখি,
সে নারী না পরি,
চিনতে তারে মোর নয়ন করে ভুল,
মনে হয় ফুটেছে পদ্মফুল ।
মিষ্টি মুখের দৃষ্টি পড়ে ভোরের নয়ন পাতে,
দুধে আলতা রং যেন তার সোনার বদনে,
রবির আলোয় ঝলমল লাল রং ঠুটে,
শুনি যেন তার চরণধ্বনি
মনোনদীর ঘাটে,
চঞ্চল অন্তর খুশিতে ভরে।
হেসে হসে মন চলে যায় ভেসে,
অচিনপুরের মেঘ বালিকার দেশে।