দুধে আলতা রং বদনে,
সুবাস চন্দন সোনার অঙ্গে,
তুমি কোন কাননের কলি
সখী কোন কাননের কলি।
রূপের বাহার রাণী,
রূপের কন্যা রূপকুমরি,
তুমি নারী না পরি।
সাঁজের বেলা দিলে উঁকি
লাজে আমি মরি,
না বলা মনের কত গোপন কথা
কার কাছে বলি।
কাজল মাঁখা দুটি ডাগর ডাগর আঁখি,
রাঙ্গা ওষ্টে মিষ্টি মধুর তোমার মুচকি হাসি।
দুধে আলতা রং বদনে
সুবাস চন্দন সোনার অঙ্গে,
ষোলা সিঙ্গার করে লাবনী নববধূর সাজে।
হেলিয়া দুলিয়া মেঘ রং এলো-চুল
বাতাসে উড়ায়,
ধূসর মেঘের ফাঁকে ফাঁকে
বিজলী জরিন যেন চমকায়।
বাতাস পাগল রূপের নেশায়
শ্রাবন ধারা আকাশ জুড়ে,
শিউলি বনে সদা যেন জোছনার আলো ঝরে।
চাঁদের কথা যায় ভুলে লোক তাহার পানে চেয়ে,
সে কোন গ্রামের মেয়ে, সে কোন গ্রামের মেয়ে ?