বিরহের তরী হয়েছে ভারী,
বহিব একাকী সখী বেলা নাই বাকী।
প্রেমের ভূবন বিরহ ভরা গগন
মাতাল হয়েছে দখিনা পবন।
আকাশে শ্রাবন মেঘের খেলা,
বসেছে বাগিচায় কুসুমের মেলা,
ফুলডোরে বাঁধা দুয়ার
খোলা মোর মনের জানালা।
লাল গোলাপ ফুটে যবে
ভরে মোর কানন,
প্রিয়ার আগমন
খুশিতে ভরে মন।
স্মৃতির মনিকোটায়
আজো জাগায় আমায়
তোমার রেখে যাওয়া
শেষ নিদের্শন ।
নয়নে নয়ন রাখিয়া
কি কহিতে চাও প্রিয়া ,
তব মুখখানি ভসে উঠে
ফুলের কোলে!
দোলা দেয় বিরহ বিধুর অন্তরে!
চোখেতে জল নিত্য করে টলমল।
তুমি যে ছিলে মোর অনন্য প্রেমের নায়িকা,
আজো তাই তোমায় করি স্মরণিকা,
তোমার সুরে লিখে যাই
হাজারো ছন্দ-লিপিকা।


* আমার প্রিয়তমাকে উৎসর্গ করলাম *