চলতি পথে,
চলছি সাথে,
সুখ দুঃখ দুয়ো রথে জীবন মরণ লয়ে হাতে।
ন্যায়ের ঘরে দিয়ে তালা,
খেলছি এ কোন, মিছে খেলা,
নগ্ন সওদা টুটে টুটে, অস্তাচল জীবন বেলা।
পিছন পানে চেয়ে দেখি,
হায় একি ! হায় একি !!
মানব জনম চূর্ণ ওরে,পূণ্য কর্ম শূন্যের ঘরে।
জীবন ভেলা ডুবে যায়,
আজও হলো না বোধোদয়,
জীবন জুড়ে শুধুই ক্ষয়,জয় নয় পরাজয়।
কিঞ্চিত হলো না ন্যায়ের পথে চলা,
মানবতার প্রদীপ জ্বালাতে,
সাম্যের কথা বলা।


ওরে বৃথা মন,
কিসে মত্ত রইলি আজীবন,
করলিনে জ্ঞানের অন্বেষণ।
করলি না স্রষ্টার সাধন,
খুঁজলিনে পরম ধন।
পদে পদে বাড়াইলি শুধুই ঋণ,
ভাবলিনে কোনদিন, আজিকেই হয়তো তোর শেষ দিন।


-সংশোধিত