এখানে মায়ের বুকে দুগ্ধও আসেনা!
নিরন্ন শিশু তন্দ্রা যায়
উদরে পাথর বেঁধে।
কোথা হতে আসবে বলো ?
মায়ের বুক যে ভরে আছে দ্রোহের অনলে,
ঘর সংসার স্বদেশ ত্যাগের যাতনা,
যুবক ছেলের টগবগে রক্তে ভিজে গেছে
মায়ের বুকের উঠোন।
কোলের শিশু ডুবে মরেছে নাফের জলে,
চোখের সামনে গণিকা হয়েছে
দ্বাদশী তনয়া।
এখানে মায়ের চোখে সন্তানের বিভৎস লাশ,
প্রতিশোধের অনলে পুড়ে গেছে
চোখের জল,
বুকের দুগ্ধ।


এখানে বাতাসে লাশের গন্ধ,
নিতন্দ্র রজনী কাটে খোলা আকাশ তলে।
উদরে ক্ষুধার দানব,
শিকল ছেঁড়ার প্রতীক্ষায় প্রাণপাখি।


এখানে ভূলন্ঠিত মানবতার ইতিহাস,
চন্দ্রাননী বদনে তিরিক্ষ তিমির,
ভাগ্যবিড়ম্ভিত মানুষের
কঙ্কালসাড় দেহ।
এখানে নেই মুক্ত শিশুর উল্লাস কলোরব,
আজন্ম জীর্ণতায় ভরেছে এ
শাহপুরী দ্বীপ।


এখানে মায়ের মুখে নেই শান্তির বাণী,
অত্যাচারীর বিষবানে মরে গেছে সুখের পাখি,
পুড়ে গেছে সংসার,
বুকের শ্বাদল ভূমি।
এখানে মায়ের বুকে দুগ্ধও আসেনা,
নিরন্ন শিশু তন্দ্রা যায়,
উদরে পাথর বেঁধে।
---