হে গনতন্ত্র তুই উলঙ্গই থাক,
তোর পরিধেয় বস্ত্রের চরম আকাল এ দেশে !
এখানে জ্ঞানের সবিতা উদয় হয় না,
বিম্বিসার অন্ধকারকে সবাই আলো বলে চালিয়ে দেয়,
তুই উলঙ্গ থাকলেও সুশীল বলে, "বাহ বেশ মানিয়েছে তো"।


একঝাঁক রাজনৈতিক শকুন তোর অর্ধমৃত দেহের উপর
প্রতিনিয়তই নগ্নব্যবচ্ছেদ করে,
তোকে নিয়ে উপহাস করে
করুক, তাতে আমার কি?
আমি মুচি,
আমার কি ওসব ভাবলে মানায়?
অার ভেবেই বা কি হবে?
যেখানে গণতন্ত্রের চাকায় নেই জনতার তেল,
সকলের মুখে বয়োঃসন্ধি তালা,
দু'চারটি ন্যায়ের কথাও মুখ ফসকে আসে না প্রতিবাদ হয়ে,
কোমায় গেছে গণতন্ত্রের তাঁতী
চলছে তো চলুক,
সময় তো যাচ্ছে বেশ,
ট্রেনের চাকা থাক বা না থাক, বগির তো রঙ বদল হচ্ছে?


তাই তো বলি,
এখানে ভেবে ভেবে মুচি থেকে মন্ত্রী হয়েছে কে কবে?
চলছে তো চলুক, তাতে আমার কি?
পেটতন্ত্র কখনো গণতন্ত্র মানেনা,
দেশ গণতন্ত্র রসাতলে যাক, আমার জুতা সেলাই হলেই হলো।