অমৃত পেয়ালায় ভরে আধখানা শশধর,তোমার বদনে মেখেছি কতো,
মেখেছি কতো নিষুতি শর্বরীর নিষুপ্ত  নির্যাস,
কতো আঁসুর নির্ঝর শুষে নিয়েছে অশরীরী,
ক্লান্ত তনু মিশিয়েছি তোমার নিষুপ্তি নগরে,
তুমিও মিশেছিলে যেন,
বারিস্রোতে দু'ফোঁটা অশ্রু আর
বরফ গলা নদীর মতো।
বিশ্বাসের মহাপ্রাচীর ঘিরেছিল প্রণয়ী নিশ্বাস,
তুমি আপনখেয়ালে ভেঙেছো দুর্নিবার মহাকর্ষণ,
হেলেন হয়ে এসেছিলে আমার সাজানো ট্রয়ে।


আজ অবেলার ক্লান্ত পথিক আমি,
স্মৃতির থলেতে ভরে বিধ্বস্ততা ভগ্নাংশ,
ছুটে  চলেছি অনন্তের পানে।
আজো কি আমায় দেখে ভাঙবে না তোমার বর্শীভূত অহংকার,
মনেপড়বে না কি, আমাতেও ছিল তোমার নির্ব্যূঢ় অধিকার ?


-সংশোধিত