রঙিন গ্লাসে পৃথিবীটা রঙিন দ্যাখো,
আল্টাভায়োলেট ত্রস্তে এড়িয়ে চলো সূর্যের উষ্ণতা,
শ্রমিকের ফুঁসকাপড়া হাতে দ্যাখো অসম ঘৃণার কীট,
কৃষকের পবিত্র ঘর্মে পাও ভ্যাপসা দুর্গন্ধ।


মেয়ে...,
রঙিন গ্লাস ছুঁড়ে মুক্তি দাও অবরুদ্ধ লোচন,
যদি দ্যাখো কৃষকের ঘর্ম নয় রক্তঝরে,
শ্রমিকের চোখেও আছে বেঁচে থাকার একটা পবিত্র স্বপ্ন,
তবেই হয়তো পাবে আমায়।
আমি মিশে আছি ওদের পবিত্র শ্রমে ঘামে।


-সংশোধিত