কিন্তু কেন ?
ওরা আমার ক্লান্তদেহের নিষুপ্তততা কেঁড়ে নেয়,
ভাবনার নিভু নিভু প্রীদিম,
চেপে ধরে কার্বনদন্ডে,
হিম শীতল রক্তে তোলে মাতুন্ডপ্রলয়,
স্বরতন্ত্র অনুরিত করে বজ্র কণ্ঠে।
ওরা কেন ভুলে যায় মানুষ মানুষের জন্য।


কিন্তু কেন?
তবে কি ওরা পেয়েছে মানবতা পোড়া দুর্গন্ধ ?
নাকি বিশ্ব বিবেকের নিষুপ্তততা ?


ওরা কি দেখে না,
নির্বিচারে গণহত্যা আর,
ষোড়শিনী কুমারী ধর্ষণ যজ্ঞলীলা।
ওরা কি শুনে না,
অসহায় মানুষের বেঁচে থাকার করুণ আকুতি।


পুড়ে পুড়ে কাবাব নিরীহ অজস্র প্রাণ,
ডুবার জলে ভাসে ধর্ষিতা কুমারী,
দশানন মুচকি হাসে লঙ্কাসনে,
কার বা কি আসে যায়,
আসলে, ওরা বুঝি মানুষই নয় অপবাদ শুধুই,
ওরা রোহিঙ্গা ।



(সংশোধিত )