ওরে যার রক্ততাজা, রক্ততাজা,রক্ততাজা,
বুকের ওই পাঁজর উঁচিয়ে তোরা
ন্যায়ের তরে বীণা বাজা,
অত্যাচারকে লাথি মেরে,
দুর্নীতিকে ভেঙেচুরে,
সাম্য ঐক্য ন্যায়ে ভরে, ধরিত্রীটা সাজা,
ওরে যার রক্ততাজা, রক্ততাজা, রক্ততাজা।


ওরে দ্যাখ শোষণেরই কাঁটাতারে,
স্ব-অধিকার গুমরে মরে,
রক্তমাখা পতাকাটা,
কারা যেন খাচ্ছে ছিঁড়ে,
হুংকার দিয়ে উঠরে তোরা,
ভুলে যা সব রাজা প্রজা,
ওরে যার রক্ততাজা, রক্ততাজা, রক্ততাজা।


ওরে ও নবীন যোয়ান,
যৌবন মেখে হ আগুয়ান,
আগুন আগুন আগুন জ্বালা,
পোড়ে ফেল্ জীর্ণ ঝুলা,
বক্রপথের চক্রভাঁজ, টেনে হিঁচড়ে কর রে সোঁজা,
ওরে যার রক্ততাজা, রক্ততাজা, রক্ততাজা।


ঈশানের নিশান ফেঁড়ে,
কাল বোশেখটা আন্ রে কেঁড়ে,
প্রলয় নেশায় রঙে ঢঙে,
দুঃশাসনকে যা রে ভেঙে,
ব্যভিচারকে ঝলসে ঝলসে,
করে দে কবাব ভাজা,
ওরে যার রক্ততাজা, রক্ততাজা, রক্ততাজা।


-সংশোধিত