মা আমাকে একটুখানি,
   আদর করোনা,
তোমার স্নেহের আঁচল তলে,
    বসতে দাওনা।


দোষ করেছি তাই বলে কি,
     ক্ষমা পাবোনা?
মান ভুলে আমায় তুমি,
    কোলে নাওনা।


তোমার সাথে মান করে,
    আমি যদি যাই মরে,
থাকবে তুমি কেমন করে,
     আমায় ভুলে একা,
মা বলিয়া ডাকবেনা আর,
     তোমার ছোট্র  খোকা।


দুষ্টুমিতে ধরবোনা আর,
    জড়িয়ে  তোমার গলা,
আমার লাগি কবর পাশে,    
     কাঁদিবে একেলা।


তখন আমি বলবোনা আর,
    কেঁদোনা লক্ষ্মি মা,
আমি বেঁচে থাকতে তোমায়,
     কাঁদতে দেবোনা।


এমন যদি হয় গো মা,
     থাকবে কেমন করে?
দোহাই লাগে মাগো আমায়,
      দাওনা ক্ষমা করে।


আয়রে খোকা আমার কোলে,
     সব গিয়েছি  ভুলে,
পরান ভরে শ্বাস নে তুই,
       বসে আঁচল তলে।


"""""""""যবণিকা """""""""


রচনাকালঃ২১ /০৩/২০০৭ ইং