আমি এলোকেশী নজরুল,
                ন্যায়ের তরে,  কণ্ঠে ঝরে
                   মোর অগ্নিঝরা বোল ।
শোষনের নাগপাশ কাটাই, দুঃশাসনের সর্বনাশ
                            ঘটাই,
             দুর্নীতির তরী ঝাঁকি দিয়ে ডুবাই,
                কাঁপাই অত্যাচার সিন্ধুর,
                           দু' কূল,
              আমি এলোকেশী নজরুল ।
         আমি থমকে থমকে , চমকে দাড়াই,
                  আমি স্রষ্টা বিনে,  কাহারে
                         নাহি ডরাই,
ঝঞ্ঝার সাথে, চলি ন্যায়ের পথে,  জানি বিধাতা,
                     মোর ন্যায়ের রথে ।
                     ব্যবিচার রুদ্ধ করি,
                    অন্যায়কে স্তব্ধ করি,
মোর ভাবনার কর্ণে দুলাই,চির বিশ্বমুক্তির দুল,
                আমি এলোকেশী নজরুল ।
     গাহি অনাথ অসহায়ের,  চির মুক্তির গান,
                 ন্যায়ের তরে, কণ্ঠে  তুলি,
                         বিদ্রোহী তান ।
দুর্বলের পাশে দাড়াই,  সত্যের তরে লড়ে বেড়াই,
                         টেঁনে টেঁনে ছিঁড়ি,
                      অন্যায়ের কালো চুল,
                   আমি এলোকেশী নজরুল ।
                            উঁপড়ে দিই,
           জুলুম আর অত্যাচারের নখর থাবা,
                        হিল্লোল আর কল্লোলে,
                        উল্লাসে আর উচ্ছ্বাসে ।
         কাঁমড়িয়ে ছিঁড়ি, বদ্ধ খাঁচার রুদ্ধ কপাট,
  লাথি মেরে ভাঙ্গি নিয়মের শৃঙ্খল, আমি টগবগে
                            উৎচ্ছ্বল ।
        মিথ্যার রাজ্যে  যত অনিয়ম, দুমড়ে মুচকে
                           করি নির্মূল,
                    আমি এলোকেশী নজরুল ।
আমি সাম্যবাদী প্রেমের কবি, দুর্দমনীয় ন্যায়ের  রবি,
                     আমি শোষিত মানবের,
                        তেজস্ক্রিয় প্রতিবাদ,
             দুর্বলের তরে মোর,চির প্রশস্থ হাত ।
     আমি চিরকাল ব্যাপিয়া, বাঁচিয়া থাকিতে চাহি,
                    চির অসহায় মানবের মাঝে,
               এ বাংলার প্রকৃতির ভাঁজে ভাঁজে,
       কণ্ঠে লয়ে বাংলা ভাষার,  চির অবিনাশী  বোল,
                    আমি এলোকেশী নজরুল ।
  
                                 যবণিকা


রচনাকালঃ০১/০১/২০১৫  ইং,