আমি শিকল ছেঁড়া পাখি,
মেদিনীর বন্ধন ছিঁন্ন করে,ভূ গোলক ভেদি,
ছুটে চলি নক্ষত্র হতে নক্ষত্রপুঞ্জে।
দু'ডানার ঝড়ো পবনে,
তুলোর মত উড়িয়ে চলি, অন্যায়ের রাজ্য,
নখর থাবায় চিঁড়ে খাই মিথ্যা, মহাপ্রলয়ে,
অবিচার ধ্বংসী উল্কা চ্যূতি হয়ে।
আমার নেত্রে অজস্র তপন,
ঝলসে দিই অহমিকা আর অত্যাচার।
তবুও কিসের ঊর্ণলাভ,
আঁকড়ে ধরেছে আমায় !
কোন গ্রহের গ্রহণে, বিবর্ণ এ মন ?
তবুও অজস্র শিকল ভেদি,
ন্যায়ের তরে করি ডাকাডাকি,
বলে যাই মুক্তমনে,
আমি শিকল ছেঁড়া পাখি ।


                যবণিকা
রচনাকালঃ২১ /০২/২০১৫ ইং