কোন এক মধুমাখা মধু ক্ষণে,
ছিলেম মোরা একান্তই অন্তরঙ্গ,
মনে কি পড়ে ?
জোনাকির আবছা আলোয়,
সেই আলিঙ্গন,
চুমোয় চুমোয় লালে লাল হয়েছিল দুটি মন,
মনে কি পড়ে সেই মধুক্ষণ ?
কাঁটাবনের লতাপাতায় সেজেছিল বাসর,
পাশেই ক্ষীণ স্রোতে,
বয়েছিল নির্ঝর।
কদমফুলের পাঁপড়ি ছিঁড়ে, দিয়েছিলেম,
তোমার চুলে,
সেদিনের সেই মধুস্মৃতি,
কেমনে রইলে ভুলে ?
নিস্তব্ধ নিশীথে, গৃহহীন পাখির মতন,
ভালবাসার অতৃপ্ত খড় কু্ঁড়িয়েছিলেম দু'জন।
কূলহারা তটনীর উম্মাদ স্রোতের মতো,
উম্মাদনায় মত্ত ছিল তিয়াসী দুটিমন,
কতো আবেগ অনুভূতির জড়াজড়িতে,
কেঁটেছিল সেই মধুক্ষণ।
সেদিনের সেই নিস্তব্ধ নিশীথে,
দু্'জনার মাঝে ছিল না'ক,
দু'দন্ড ফাঁক,
আজিকে তুমি কতো দূরে,
ভেবে হই অবাক।
আজিকে তোমার অথই রুমাঞ্চ,
সীমাহীন স্বপ্ন আশা,
খুব সহজেই ভুলেই গেছো,আমার ভালবাসা।
----০----