কতদিনই এ বাটে, ভব রঙ্গ এ হাটে,
ঘুরপাকেতে ক্ষণ গেলো,
ওরে মন আজও তোর সহজ পথ,
নাহি চেনা হলো।
যে পথে সাধুর গমন,
যে পথে নাইরে শমন,
বেখেয়ালে ভুলে রইলি বৃথাই ভ্রমজালে,
ভব এ কণ্টকবনে পুষ্প বিলাইলি,
ভ্রান্ত কুহক ছলে।
যে পথের অন্তে দীনদয়ময়,
যে পথে দীনের নবী সদা সর্বময়,
পেয়েও সে ধন,
ওরে অবুঝ মন,
চক্ষু মেলে লয়লি নে,
বিপথে ঘুরলি শুধুই, জ্ঞানের তরী বায়লি নে।
পরের বোঝা বইলি শুধুই,
পরম ধন খুঁজলি না,
পাপের ফসল লয়লি বৃথায়,
পূণ্যের খবর রাখলি না।
অযথাই মন,
কাটালি ক্ষণ,
এ ভব তটে,
চেয়ে দ্যাখ মন,
আসলো শমন,
সূর্যে নামলো পাটে।
ভ্রান্ত কর্মে নিশীথ এলো, নিঃশেষ হলো দম,
বৃথা বুঝি হলো রে তোর,
শত জনমের সাধনালব্দ,
এ মানব জনম।
----০----