সর্ব সৃষ্টির মাঝে মহান আল্লাহ বিরাজমান ,
সর্ব জাতির তরেই দয়ার,
রাসূল দয়াবান।
হোক না সে হিন্দু মুসলিম, বৌদ্ধ আর খ্রিস্টান,
সর্ব জাতির তরেই আমার,
রাসূল মেহেরবান।
একই স্বত্বা সর্বজনে,কাজে কর্মে ভিন্ন,
লেবাসটাকে পাল্টে করি,
জাত বেজাতের চিহ্ন।
আদমকে সৃজিলেন স্রষ্টা, ইবাদতের তরে,
মহাগ্রন্থ কোরআন দিলেন,
মনোনীত করে।
রাসূলকে পাঠাইলেন স্রষ্টা সর্বশ্রেষ্ঠ করে,
সর্বযুগের পথভ্রষ্টদের,
সত্যের দিশার তরে।
তবুও মানুষ মোরা দৃষ্টি থাকতেও অন্ধ,
মন্দকর্মে খুঁজে পাই,
তৃপ্তির আনন্দ।
অযথাই করি দ্বন্দ্ব সংঘাত,
স্বার্থ হাসিল তরে,
বৃথা রক্তপাত।
শুনো হে মানব জাতি, সত্য কোরআনের বাণী,
একদিন যেতেই হবে আখিরাতে,
চূর্ণ হবে মিথ্যে দম্ভখানি।
রাসূল বিনে কেউ হবে না, সেই দিনের সহায়,
বিপাকে পড়ে শুধুই,
করবে হায় হায়।
দয়াময় রাসূল ওরে সর্ব জাতির কান্ডারী,
অসহায়ের সহায় হয়ে,
তরিবেন ভগ্ন তরী।
--------