মনের বিস্তৃর্ন গগণে অসীম ধূ ধূ প্রান্তরের বিরানভূমিতে
তুমি এসেছিলে মরীচিকা হয়ে অদৃশ্য ডুমুর ফুলের মতো
তুমি এসেছিলে,
ঝড়ো বিজলী লয়ে ক্ষণিক তরে।
তুমি এসেছিলে,
শারত পাবন মেখে মৃদু পবনে ভেসে ভেসে,
শুভ্র মেঘের এলোকেশ উড়িয়ে।
তুমি এসেছিলে,
মনের ছোট্ট দ্বীপেএকগুচ্ছ শুভ্র কাশফুল হয়ে।
তুমি এসেছিলে,
বিভীষিকাময় মনের গহিন উষ্ণ প্রান্তরে এক পসরা বৃষ্টি নিয়ে
তুমি এসেছিলে,
জোঁয়ারের জলে শ্যাওলা হয়ে।
তুমি এসেছিলে,
লজ্জাপতীর ক্ষণিক লাজুকতায় গভীর নিশীথে,
নিশাচর ডাহুক হয়ে।
আমি তো মগ্নছিলেম সভ্যতার রণে,
ক্ষণিক ঝলকে ভরেছিলে সেথায় বিজয়ী পূর্ণতায়।
তুমি ফিরে এসো, ওগো ক্ষণপ্রভা প্রিয়ে,
এ হৃদয়ে চিরস্থায়ী হয়ে,
এ মনপ্রাণ যে আজও তোমারি প্রতিক্ষায়।


-সংশোধিত