ইলেক্ট্রন মাইক্রোস্কোপই শুধু দ্যাখে তারে  
এতই নগণ্য-তবু নীরব চীৎকারে  
গোটা পৃথীবীকে তুলেছে মাথায়
সর্বগ্রাসী ঔদ্ধত্যে তিষ্ঠনো দায়;


মগজের কোষে অহর্নিশ দৃশ্যমান
মায়াবী মুকুট। স্থবির তাবৎ প্রাণ

অস্তিত্বের ভীতে শঙ্কা অন্ধকার অবিশ্বাস
করেছে বপন বেসুমার; আরো কতটা সন্ত্রাস
বিস্তারে আগ্রাসী এই ক্ষুধা শেষ হবে?  
পৃথিবী ফিরবে ফের আলোর বৈভবে?


** জনকণ্ঠ 'সাহিত্য' পাতায় ১৯ জুন'২০ তারিখে প্রকাশিত