তন্বী দেহে পূর্ণ মধুমাস
দু-কূল ভাসানো কোন্ জলের উল্লাস?  
চোখের পাতায় শত প্রজাপতি  
বারবার এসে বসে; হৃদয়ের গতি  
ছন্দ হারায়; অচেনা স্বপ্নের ছোঁয়ায়  
বেভুল পথের বাঁকে মন শুধু ছুটে যেতে চায়।  


সর্বনাশের নিষিদ্ধ প্রলোভন
ঘণ্টা-ধ্বনির ধরন এক আলোড়ন  
কোথাও তুমুল শব্দে বাজে      
কিছু বোধ্য, অনেকটা বোধে আসে না যে।  
পাহাড় আড়াল দিতে পারে না এমন    
দুর্বিনেয় উড়ু উড়ু মন।  


**ভোরের কাগজ (১৩।০৮।২২) সাময়িকী তে প্রকাশিত