শহরের সবটুকু মমতা উধাও  
একটু আড়াল নেই তো কোথাও        
ভার্চুয়াল প্রেম আর কত?      
এভাবেই পূর্ব প্রজন্মের মত  
প্রাচীন জঞ্জাল হবো আমরা শহরে        
কী যে সুধা গোলাপ অধরে        
গভীর সে রহস্য উন্মোচনের  
তৃষ্ণা কি মিটবে এ মনের?


নীলাভ কাতানে তুমি জ্বলন্ত আগুন    
নিঃশ্বাস দূরত্বে থাকো, আমি খুন      
হই প্রতিদিন কতোবার      
শহর ভ্রূক্ষেপ করে কিছু তার?
  
আগুনে প্রবল পুড়ে ছাই এই মন      
হয়তোবা তোমারও গভীরে তখন     
উন্মুখ গোপন এক অগ্ন্যুৎপাত         
কাঁপাহাত খুঁজে ফেরে হাত।