গ্রন্থ"
আব্দুছ ছালাম চৌধুরী


বদলে গেছে সেই সব গ্রন্থ/যা মানুষ থেকে সৃষ্টি,
বদলে যায়নি আল কোরআন/যা সকল গ্রন্থের কৃষ্টি।


আল কোরআনই শুদ্ধ গ্রন্থ/যা সকল মানবের তরে
সূক্ষ্ম তাহার দিকনির্দেশনা/জাতি বর্ণের সকল প্রেরণা
সাম্যের হাত ধরে।


অমিশ্রিত তার নিখুঁত বাণী /হোক যতই হানাহানি, সে
সত্যের পথে অটল,
স্বকীয় তার গুণাবলী /পুঙ্খানুপুঙ্খ রূপে যদি পথচলি
দ্বিতীয়, জগৎময়ে বিরল।


স্বতন্ত্র তার পথচলা/জ্ঞানপিপাসুদের হৃদয় দোলা
অদ্বিতীয় সে গুণে,
অমাবশ্যার আঁধার বেলায়/দীপ্ত প্রদীপ জ্বলবে সেথায়
হোক না গহীন বনে।


কতো শরৎ আসবে যাবে/কতো ফুল ফুটবে ভবে
অক্ষত সেই গ্রন্ত্র,
কুশীলবদের আনাগোনা/সবই কুসুমাস্তীর্ণের লেনাদেনা
মোহ জাগানোর মন্ত্র।


২০/৯/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন"