ফুল বলে" (গীতিকাব্য)
আব্দুছ ছালাম চৌধুরী


ফুল বলে তুমি আসবে,বাসবে, ভালো'বাসবে
তোমার এই ভালোবাসা রইলো গাঁথা,
ভ্রমর বলে আমি আসছি,-তোমারই কাছাকাছি আসছি
এ বুকে আছে যে-- -------কতো ব্যথা,
তোমার এই ভালোবাসা রইলো গাঁথা।
ফুল বলে তুমি আসবে,বাসবে, ভালো'বাসবে
তোমার এই ভালোবাসা রইলো গাঁথা।


আমার এই নদী দিয়ে -কতো নাও যায়,
কতো মাঝি গান গেয়ে- করে হায় হায়—
কতো পাখি উড়ে যায়, ওই নীল আকাশে,
কতো ঝড় বহে যায় -দখিনা বাতাসে-
আমিই কেবল--রয়ে গেলাম, বনের-ঐ- বনলতা,
তোমার এই ভালোবাসা রইলো গাঁথা।


আশা ছিলো -ছিলো ভালোবাসা-ছিলো কতো স্বপ্ন,
আমি হবো মণিহার-আমি হবো -কারো ধন'রত্ন
কবে জানি সেই দিন আসবে-
না জানি কে আমায় ভালোবাসবে
শুকিয়ে যায় গো সোনালি বেলা-কোথা সেই মধুমিতা,
তোমার এই ভালোবাসা রইলো গাঁথা।
ফুল বলে তুমি আসবে,বাসবে ভালো'বাসবে
তোমার এই ভালোবাসা রইলো গাঁথা।


২৫/৯/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন"