এ কেমন ধ্বংসলীলা( ১৭৯৭)
এম, এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৬-২৩
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
বৃষ্টি বৃষ্টি আরও বৃষ্টি মুষলধারে বৃষ্টি
বৃষ্টিতে ডুবছে পথঘাট,
একটানা বৃষ্টি হচ্ছে বিরূপ বৈরী ভাব
যার কারনে ডুবছে দোকান পাট।


অকাল বন্যার ফলে  সব গেল রসাতলে
কৃষকের উপায় যে নাই,
মেঘে আকাশ ভরা জনজীবন কড়কড়া
  নেই কোথা দাঁড়াবার ঠাঁই।


কাদা হইলো পথ ঘাট,পানিতে ডুবলো মাঠঘাট
ওই শহর ভাসে জলে,
দূর দূরান্ত পথযাত্রী যাইতে যাইতে হলো রাত্রী
এ কেমন  বিধি বলে।


দিন কাটে খোলা মাঠে মাঝি নেই খেয়া ঘাটে
বন্ধ আছে সব পারাপার,
কেন বিধি বাম হলো অকালে এ তাণ্ডব কেন
চেয়ে দেখ সবাই নির্বিকার।


ভাত জ্বালায় মরছে মানুষ নেতা মন্ত্রী সব ফানুস
  কেবা দিবে আর ধার?
দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি প্লাবন ভাসির চরম দুর্গতি
কেমনে পাইবে উদ্ধার।


এ কেমন ধ্বংসলীলা এখন বুঝিনা বিধির খেলা
  মানুষ যে বড় অসহায়,
মহান সৃষ্টির স্রষ্টা তুমি  বাঁচাও আপন ভুমি
  বাঁচাও এ বসুধায়।