ফাগুন মাসে রৌদ্রতাপে-
     জমিন করবে করকর,
এখন দেখি এসব নেই
     শুধু বৃষ্টি ঝড়ো ঝড়।


মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে-
     বাতাস বইছে তালে,
বৃষ্টির পানি খালে নেই
      আছে শুধুই বিলে।


বজ্রাপাতকে ভয় করে-
     বিজলী চমকায় মেঘে,
উত্তর হতে ঝড়ো বায়ু
    দক্ষিনে যায় বেগে।


আঁচল নেড়ে খাড়াঝিল্লী-
     ঠা ঠা করে বজ্রপাত,
শিশু সহ আবাল-বৃদ্ধ
     দু-কানে চাপে হাত।


সারা আকাশ কালো মেঘে-
    ভরে গেছে আছি ,
ঠাকুর মহাশয় বউকে বলে
    পাত এবার কাজি।
    
ফাগুন মাসে আকাশ পানে-
   দেখি আষাঢ়ের চেহারা,
ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিচ্ছে
    ভাবীর ঘরের বেরা।


ফাগুনের বৃষ্টি ভাল লাগেনা-
     বড্ড খারাপ মনটা,
অতিবৃষ্টিতে, ঠান্ডা হাওয়ায়
     অতিষ্ঠ মোর জানটা।


হোসনার বউ জাহানয়ারা-
    ধান সিদ্ধ করে ভোগে পড়ছে,
বৃষ্টি দেখিয়া হোসন বলে
     মোর কপালডা পোড়ছে।