ওগো তুমি যে পূর্নিমার চাঁদ-
     আকাশ জোড়া ছোঁয়া,
অধিক আগ্রহে চেয়ে দেখি
      তুমি যে সন্ধা তারা।


প্রতিদিন তোকে ফুল কাননে -
     অপরাহ্নে দেখা যায়,
উথাল পাতাল মন যে আমার
      দোলে দখিনা মলয়।


গন্ধরাজের ফুলের সুবাস-
   যখন বাতাসে ভেসে আসে,
ততই তোমার গন্ধ পাই
    আমার নাকের কাছে।


তুমি যে আমাকে দিয়েছিলে-
     জলপাই রঙের ভালবাসা,
গন্ধরাজের ফুলের ঘ্রান
    আমার অন্তরে দিচ্ছে দোলা।


চাঁদের মত সুশ্রী তুমি-
   আমি তোমার রুপে পাগল,
তোমার জন্য বিলিয়ে দিব
    আমার ভরা যৌবন।


হাজার তারার মাঝে তুমি-
     আছ রুপালি চাঁদ হয়ে,
তোমায় বিহনে আমার এ মন
     বেঁধে রাখি যে কেমনে।


পাঠকালীন  দিয়েছিলে তুমি-
     একটি গন্ধরাজ ফুল,
ওই ফুলেরই সুবাস এ মন
     তাতেই ছিলাম পাগল।


আমার জন্য সদা সর্বদা তুমি-
    থাকতে পাগল পাড়া,
রোজ বিকেলে আমায় না দেখিলে
    হয়তো যাবেই তুমি মারা।


ভালবাসার সীমানা আছে-
    এ কেমন ভালবাসা,
তুমি বিহনে মারা যাব যে
    নেই যে বাঁচার আশা।


তুমি আমার রাতেরই চাঁদ -
       চাঁদেরই আলো,
তোমায় না দেখলে এ মন
     কিছুতেই লাগে না ভাল।