এ কেমন চরিত্র ? (২০০৭ তম)
এম এ সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-১২-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ভেবে দেখলাম মানুষ কতটা নিষ্ঠুর
নির্মম অমানবিক হলে,
স্বার্থের জন্য দীর্ঘদিনের বন্ধুয়াকে
বিপদে ফেলে কৌশলে।


কিসের এত্ত গর্ব কিসের অহংকার
কিসের কর এত ডাটফাট,
নিজের স্বার্থ সুখ হাসিলের জন্য
কুবুদ্ধি দিয়েছো বানোয়াট।


যা চকচক করে তা ডায়মন্ড  হয় না
এ চির সত্য জানে সর্বজনে,
সন্দেহের ওই তীক্ষ্ম তীর যদি ডুকে
মনে বের হয় না কোনক্ষনে।


কাউকে নিয়ে কোন সন্দেহ করিলে
বুঝতে হবে চরিত্রটি কেমন?
মেধা মননে বুঝে নিতে না পারিলে
হবে পরিকল্পিত ভাবে মরণ।


হতবাক হই বন্ধুর দ্বারা বন্ধুর মরণ
ভাবছি এ কেমন মিতালী?
ঘৃণা করি তাদের এ মেলবন্ধনকে
কেমন বন্ধুর সংজ্ঞা শিখালি।


এমন ভালোবাসা,চরিত্র,সততা আজ
দেশে দারুন ভাবে প্রশ্নবিদ্ধ,
যে হেতুবাদে আন্তরিক সুহৃদ্রতায়ও
সদুত্তর পাই নি সুতোসিদ্ধ।


এমন স্বভাবের মানুষ বুদ্ধিপ্রতিবন্ধী
নাকি চরিত্রহীন, ব্যক্তিত্বহীন,
এ ধরনের  প্রশের সমাহার সৃষ্টি
উপলব্ধির শক্তি চরমহীন।