নদীর পাড়ে দাঁড়িয়ে দেখি-
   ওপারে কঠিন আঁধার,
তবুও দেখি মনের কোণে
     অজানা ছায়া কাহার।


কোন সে যাত্রী জ্যোৎস্না মেখে-
     এ অমানিশার রাতে,
ওপার দিয়ে  নুপুর পায়ে
     হাটছো আমার সাথে।


প্রদীপের কোন চিহ্ন নেই যে-
    কাননে আগুন জ্বলে কেন?
ওই আগুনে হৃদয় আমার
     জ্বলে পুড়ে না যেন।


হাটতে আছি সীমানা ধরে-
     চাঁদ হাটে সাথে সাথে,
এত্তরাতে ওপার দিয়ে কে?
    যেওনা আমার সাথে।