আদর করে পুষছি  তোরে
      এম,এ,সালাম
       ২৮-০১-২১
----------------------
আদর করে পালছি আমি
   একটা শালিক পাখি,
খাঁচা ছেড়ে কোথায় গেল
   আমায় দিয়ে ফাঁকি।


শালিক কিআর খাঁচায় থাকে
    বনে জঙ্গলে ঘোরে,
সুযোগ পেলে পালিয়ে গিয়ে
    আকাশে পানে উড়ে।


ওকে পোষ মানিয়ে যতই রাখি
    পাখি কি আর বোঝে,
বন্দী থেকেও স্বাধীন চেতায়
    মুক্তির সুযোগ খোঁজে।


আমি,আমার শালিকের  জন্য
     কতই কবিতা লিখি,
আমি পাখির জন্য সদা সর্বদা
      নতুন  কিছু শিখি।


পাখি খাঁচায় থাকা সর্বনাশা
    হায়!বন্দী করে রেখে
তাই তো পাখি কয়না কথা
    সে  চুপটি করে থাকে।


আদর যত্ন  চায় না পাখি
   চায় সে যেতে উড়ে,
তাইতো তাকে মুক্তি দিলাম
    ফিরে যেতে নীড়ে।


পাখি কি আর খাঁচার মধ্যে?
      প্রেম পিরিতি বোঝে,
  তাইতো পাখি স্বাধীন হতে,
      দলিয় পাখি খোঁজে।


যাও গো পাখি ছেড়ে দিলাম
     তুমি ভালো থেকো,
  শত্রু কিম্ভা স্বজনের  সাথে
    ভাল সম্পর্ক  রেখো।