আহা! আজি এ আষাঢ়ে
        এম,এ,সালাম
        ১০-০৭-১৯


আকাশটা বুঝি ফুটো হয়ে-
    পড়ছে মেঘের পানি,
মাঠ ঘাট সব পানিতে থৈ থৈ
     সাগর হয়েছে জানি।


গাঁয়ের আঙিনা, পথঘাট সব-
     নোংড়া হয়েছে কাদায়,
পায়ের ফান্দি খেয়েছি আজি
      বাড়ীর পঁচা কাদায়।


আষাঢ়ের বৃষ্টি এত যে বেড়েছে-
      অতিষ্ঠ জন জীবন,
শহরের পাকা রাস্তায় চলাচলে
      লাগে জানি কেমন কেমন।


কৃষকেরা বীজ করিতে পারে না-
     বীজতলা পানিতে ভরা,
অতিবৃষ্টিতে কৃষকের ভাবাবেগ
     হয়েছি বুঝি মনমরা


মাঠের রাস্তা পানিতে ছুঁই ছুঁই-
     আষাঢ় মাসের বৃষ্টিতে,
ছাতা ছাড়া কোন পথিকেরা
     চলিতে পারে না পথঘাটে।


মাঠ তো এখন, সাগর হয়েছে-
    নৌকা চলাচলের  উপযোগী,
বীজধান নিয়ে ঝামেলায় পড়েছে
     দেশের সকল কৃষক আজি।