আজ মধুর রাতে
এম,এ,সালাম
   ১৬-১০-২১
=================
রাতের শুরুতে প্রবল বর্ষা
সাথী ছিলি যে তুই,
শরৎকালের পূর্ণিমার আলো
দু'জনে মিলেই  ছুঁই।


ইচ্ছের ভাবটা টর্চের আলোয়
স্মৃতির ইতি ঘনঘটায়,
আয়না দিয়ে বাঁধবো হৃদকে
মন ভোলানো মায়ায়।


আজ শরৎ ঝড়ে মেঘের ভেলায়
উড়ে আকাশ সীমানায়,
রঙ তুলিতে আলোর নাচন
আঁকবো নতুন ঠিকানায়।


হায়!ঘুরবো মোরা বন বাদরে
কল্প কথার এক দেশ,
জোনাকির আলোয় গা-ভাসাবো
রাত হবে না শেষ।


কবিতার কথা লিখতে বসলে
জ্বলে মনের বনে আগুন,
মনটা,আবেগের বনে ছুটে চলে
জীবনের সব ফাগুন।


জীবনের পাতায় কষ্টের রাশি
লিখি যে কেমন করে,
উড়োন চন্ডি মনটা আমার
কেমনে রাখি যে ধরে।


উষার আলোর পাগলা হাওয়া
কত মিষ্টি মধুর হাসি,
ভালোবাসার স্বচ্ছ আয়নায়
তোকে যে বেধে রাখি।