বাবুই পাখি ঘুমায় নাকি-
  পা উপর দিকে দিয়ে,
আকাশ ভেঙ্গে পড়ে যদি
    বাবুই পাখির মাথে।


মৃত্যুকেও ওরা ভয় করে-
    বেঁচে থাকা যাবে না,
একটু বাঁচার তাগিদে বাবুই
    চেষ্টায় ত্রুটি করে না।


ছোট্ট পাখি কত বুদ্ধি খাটায়?
     প্রচেষ্টা করে কত শত,
সরু ঠ্যাং দিয়ে ঐ আকাশটা
     ভর মানিবে কত?.


প্রজন্ম নিয়ে বাঁচার জন্য-
  ওদের মনে আছে ইচ্ছা,
আকাশ ভেঙ্গে পড়ে মাথে
    শুনলাম কত কিসসা।


মানুষেরো ইচ্ছা বেঁচে থাকিবে-
    যুগ যুগান্তর  ধরে,
কোন কৌশলে ওই আজ্রাইলেরে
   ফিরানো যেতে পারে।


মৃত্যু নিশ্চিত জেনেও মানুষ-
   একটু বেঁচে থাকার জন্য,
বাবুই পাখির মত চেষ্টা করে
    মৃত্যুকে ফেরানোর জন্য।