এখন ও জ্বলছে আগুন
       এম,এ,সালাম
        ১১-১২-১৭
মনের কোনে দহনের জ্বালা-
       রেখেছি আমি চেপে,
  এই জ্বালা যে প্রকাশের নয়
      কষ্টেই রেখেছি বেধে।


মানসিক কষ্ট দিচ্ছে সে যে -
    কষ্ট সইতে পারি না,
হৃদয় পুড়ে অঙ্গার হয়েছে-
    কাউকে দেখাতে পারি না।


আঠাশ বছর কষ্টের দহনে-দহনে-
      পাথর হয়েছে হৃদয়,
বুক্ষ চিরে যদি দেখাতে পারিতাম
      ক্ষত-বিক্ষত  হৃদয়।


মনের প্রকোষ্টে আগুন লেগেছে-
      নব্বইয়ের দশকে,
এখনো যে জ্বলতে আছে
      জ্বলবে অনাগত কাল ধরে।


মৃত্যু পর্যন্ত  জ্বলবে আগুন-
    বহ্নি নিভিবেনা কোন কালে,
নিভানোর কোন উপয় আছে নি
     উপয় দিবেন ভক্তরা বলে।


চোঁখের পানি ছিটিয়ে দিয়েছি-
       জ্বালাময় বহ্নি শিখার উপর,
এই অল্প পানিতে নিভবে বল
        হৃদয়ের আগুন আমার।


কষ্ট নিয়েই যাব চল ওই পরপারে-
     আমার কষ্টের ভাগ নিতে কেউ,
আমার ব্যথায় ব্যথিত হয়ে কেউ
আসবেনা কেহ জীবন নদীর তীরে।