উপকারের চেয়ে বেশী ক্ষতি করনা-
     পারলে একটু উপকার কর,
যার সাথে চির শত্রুতা ও মতানৈক্য
      কেন কি কারণে তার হাত ধর?


শত্রূ তোমার পিছনে লেগে আছে-
    দ্বিপ্রহরের ছায়ার মত নয় ছোট,
সতত তোমার ক্ষতি করার জন্য
     কেন তাকে ভাব তুমি খাট।


উপকারের জন্য এক হাত আগালে-
    তুমি পারলে এক হাত আগাও,
তা না করে তুমি প্রসারিত মনকে
     অবুঝের মত ছোট করে বাগাও।


কষ্ট লাগে একই রক্ত মাংসের মানুষ
     মানুষকে ক্ষতি করতে পারে,
ক্ষতি না করে উপকার করে  বন্ধু
     অন্তরে জায়গা করে নিতে পারে।