আক্রোশ
     এম এ সালাম
         ১৩-১১-১৯


একে, অন্যের উপর আক্রোশ করে কেন?
জ্ঞানীগুণী আছেন যারা কারণটা কি জান?
স্বার্থে যদি আঘাত লাগে, তবে রেগে যায়-
সত্য কথা বলতে গেলে মনে কষ্ট পায়।
এই জগতে অধিক মানুষ স্বার্থ নিয়ে বেড়ায়-
স্বার্থে যদি বিঘ্ন ঘটে, মিথ্যা মামলায় জড়ায়।
ভাল মানুষের পিছে লাগে, খারাপ মানুষ গুলো-
এমন ভাবে আক্রোশ চালায় থাকেনা মাথার চুলো।
আক্রোশ যারা করে, তারা সমাজের কীট-
লোভে ভরা তার জীবনটা মন থাকেনা ঠিক।
সুযোগ পেলে জড়িয়ে দেয় মিথ্যা মামলার তরে-
শত্রু ভেবে ভাল মানুষকে আলি আলি করে ধরে।
সমাজের কীট গুলোকে ঘৃনাভরে স্মরণ করি-
সংঘবদ্ধ কীটগুলোকে সবাই মিলে ধরি।