এক 'মা' বলেছে আমার সেই খোকাটা-
ধরে নিয়ে গেছে একুশ তারিখ বিকেলে,
তোরা কি কেউ রাখতে পারিস নি
সমাজ, দেশ আমায় কি শেখালে?


জোর করে ওরে গাড়ীতে তুলে-
    পিছনে ওর হস্ত দু'খান বেঁধে,
কেঁদে কেঁদে বলেছ 'ওমা' মাগো
  কি অপরাধে নিচ্ছে আমার ছেলে তুলে।


আহা! ওদের সামনে কি করুন কান্না
সেদিন করজোরে করুন সুরে,
তবুও ওদের পাথর সম মন গলেনি
পাষান হৃদয় বলে,নিয়েছে ওকে তুলে।


সেদিন চেয়ে চেয়ে দেখেছে দোকানের আড্ডারা-
দিব্যি চোখে দেখে কিছু বলে নারে,
জিজ্ঞেস করেনি তোমর কাহারা
কি অপরাধে ধরে নিয়ে যাও ওরে।


খোকাটির 'মা' দিনরাত কেঁদে ফিরেছে-
নিদ নাহি তার দু'চোখে,
সপ্তাহ হয়েছে ওই খোকাটির
খোজ পাইনি,খোজাখুজি সব মিছে।


মা' এ দুয়ারে যায়, ও দুয়ারে যায়-
   বলে তোমারা খোকাটির খোজ দিতে পার,
ও যে শুধু আমারই ছেলে নয়
সমাজের,দেশের ছেলে হিসেবে ধরে
নিতে পার।


বিদ্রঃ- যদি কেহ এই কবিতা আবৃতি করে দিতে পারেন,জানাবেন, কৃতজ্ঞ হব।