স্বপ্নে দেখি জানালা খুলে বসেছিলাম পাশে-
   নীল আকাশের জ্যোৎস্না তারা আমার
                                    সাথে হাসে,
দক্ষিনা মলয় গোলাপের ফুল গন্ধ বিলায়
                                         নাকে,
হাসনেহেনার সুবাশে স্বাশ বন্ধ হয়ে আসে।
আগ্রহটা বেড়েই চলছে কৌতুহল মলায়ের
                                            দিকে-
ভালবাসার মানুষ এসে বসে আমার পাশে।
বাতাসে গন্ধ গোলাপের নাকি,নাকি
                                    হাস্নেহেনার-
প্রকৃতি বুঝি ভুল বুঝিয়াছে জানতে ইচ্ছে
                                         আমার।
ধু-ধু করে এদিক সেদিক যেদিক পানে চাই-
   কোন খানে বাগবাগিচা ফুল কলি যে নেই।
স্বপ্ন নাকি বাস্তবতা হঠাৎ উঠে যাই-
    বুকের মধ্যে হা হুতাসের চিহ্ন দেখি নাই।
পুর্ব দিকে সুর্যের আলো,দিগন্ত নীল পাড়ে-  স্বপ্ন আমার ভালবাসার মন যে নিল কেড়ে।
বন্ধু মহলে স্বপ্নের কথা আগ্রহ করে বলি-
রাতের স্বপ্ন মিথ্যা যে হয় করে হাসাহাসি।