ভোট এলেই প্রকাশ পায়-
    দলে দলে জোট,
সবাইর মাথায় কাল চুল
    কাকে  দিব ভোট।


নেতা আছে হাজার হাজার-
    আদর্শ নেতার অভাব,
আগুন সন্ত্রাসী ও ক্ষমতাধর
    ভোটেই দিব জবাব।


সব দলই নিজের গুনের-
   সুদিক প্রকাশ করে যায়,
সত্য-মিথ্যার বিচার নেই
    ভোট দিব কাকে ভাই।


ভাল নেতার বড়ই অভাব -
    কাকে দিবো ভোট,
ভাল মন্দের খতিয়ানে
    আছে তাদের নোট।


সাজা আর ঋণখেলাপিতে-
   নমিনেশন যার বাতিল,
লক্ষ্য করিলে সেই  নেতার
    মুখটা কালো পাতিল।


কোথায় পাবো যোগ্য নেতা?
      যাকেই দেব ভোট,
মিলেমিশে ভাগ করে খায়
      ভোটের পরে শ্যুট।


যোগ্য নেতাকে ভোট দিব-
      পাশে পাই যাকে,
আমার ভোট আমি দিবে
    যাকে ইচ্ছে তাকে।