আমায় ছেরে চলে গেলে (২০০৯তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০১-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আমায় ভালোবেসে গেছো ফেলে
এখন সব গিয়েছো ভুলে,
কার বিছানায় দিনরাত কাটাও
সেই ক্ষোভে রইছি ফুলে।


আমায় ভুলে  মানিক পেয়েছো?
দিলে না আমায় জানতে,
সেই কাহিনী সতত মনে পড়িলে
পারি না এই  সব মানতে।


গাঁথা মালা হারিয়ে নদীর স্রোতে
ভাসিয়ে পারি না যে মানতে,
পরাজয় মানি তোমার  ছলনায়
তাই পারি নি কিছু জানতে।


দুটি মন যদি থাকে ওই দুই প্রান্তে
কষ্টে মনেতে ঝড় বয়,
অমানিশার ঘোর অন্ধকার দেহি
ভালোবাসার হয় ক্ষয়।


তুমি চেয়ে চেয়ে কি স্বপ্ন দেখছো?
আধারে উঠছে কি চাঁদ,
নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যাচ্ছে
পেতেছো বিশ্বাসের ফাঁদ।


তুমি চোখে দেখো ওই  তাজমহল
ভেঙ্গে দিলে যে ফুলসজ্জা,
কষ্টে আমার ছাতি পেতে যাচ্ছে
দিয়েছো আমায় লজ্জা।


স্মৃতি তুমি ধুলায় মিশিয়ে দিলে
ভেবো নি ফিরে আসা নীড়ে,
মুখোশ তুমি খুলে দিয়েছো সবই
লজ্জা শরম আসবে ফিরে।


গুনের সিরিয়াল দেখিও না কাউকে
ভাবছো আছো মহা-সততায়,
তুমি যাও চলে যাও সুখের নায় চড়ে
ফিরাবে না কেউ যে তোমায়।


কারো জীবন নিয়ে করো না খেলা
এটা কেমন তোমার নীতি,
এমন গর্হিত কাজের বিচার হবে যে
মনে জাগাও সৃষ্টির ভীতি।